Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শুভ বড়দিন

শুভ বড়দিন
মন থাক্ জ্ঞান খনি খননে
জোর থাক্ মগজে ও মননে
সুধা থাক্ রোজকার অননে

গোলাগুলো ভরে দিও ধন-ধান
এনে দিও আলোকের সন্ধান
নিষ্পাপ পরিবার-সন্তান

খুঁজে দিও যেই পথ সত্য
আর্তের কাছে দিও পথ্য
খুলে দিও পুণ্যের তথ্য

প্রাণে চাই সম্প্রীতি দীক্ষা
কায়মনে চাই এই ভিক্ষা
মিলেমিশে থাকবার শিক্ষা

আমাদের খাদ্য ও ঘর নাই
এ জীবনে ভাগ্যের বর নাই
এর ওর কাছে দিই ধর্নাই

ঈশ্বর আমাদের বরও দিন
পরিমিত খাদ্য ও ঘরও দিন
একসাথে বলি শুভ বড়দিন
 

কমেন্ট বক্স