Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

প্রেয়সী

প্রেয়সী
আমি তোমার প্রেয়সী হয়েই থাকতে চাই ॥
প্রেয়সীর প্রতি পুরুষদের অভক্তি আসে না কখনো,
আলাদা একটা মায়া অনুভব হয়।
যে মায়াটা সব সময় আকর্ষণের।

আমি তোমার প্রেয়সী থাকতে চাই
তোমার সাথে নেই আমার কোনো নুন,
চাল আর ডালের হিসাব,
নেই আমাদের মধ্যে জমির কোনো বিবাদ
নেই কোনো অংশীদারির কড়ায়-গন্ডায় বাজেট
হবে না কোনো সন্তানের কর্মের দোষারোপী
হবে না কখনোই অপর বাড়ির পার্শিয়ালিটি
সংসারের হিসেব-নিকেশ কষতে বসব না আমরা...।

আমি তোমার প্রেয়সী হয়েই থাকতে চাই
তুমি আমার সাথে চাঁদ দেখবে, দেখবে অথৈ পাথার
হেঁটে বেড়াব আমরা মাইলের পর মাইল...

প্রেয়সী জানে, রাগে তোমার গলায় খাবার ঢোকে না
ঘর তো সংসার চেনে, পাকস্থলীর ক্ষত চেনে না।
সে জানে হাতের মুরগি কষা, ডাল আর ভাত হলে,
তোমার রাগ আর রাগ থাকে না,
প্রেয়সীর কাছে তখন তুমি দেবদূত
তখন তুমি প্রেয়সীর কাছে ঈশ্বরতুল্য হয়ে যাও
সে তোমার নয় অজানা,

আমি তোমার প্রেয়সী হয়েই থাকতে চাই

আমায় তোমার ঘর ঝঞ্ঝাটে জড়িয়ো না যেন,
আমি বাপু এত ঝামেলা নিতে জানিনে,
শিখিনি এত কথার মারপ্যাঁচ

আমায় শুধু পূর্ণিমা রাতে নদীর ধারে নিয়ো
বছরে দু’একবার সমুদ্র ছুঁতে দিয়ো
আর যখন তোমার পাহাড় দেখতে ইচ্ছে হবে আমায় বলো।
আমি তোমায় হাসিমুখে দেখতে চাই
গোমড়া মুখে না হয় অন্য কোথাও থেকো
আর মন খারাপে আমায় তুমি যেচে নিয়েছ
সে দায়ভার তো আমার সারা জনমের,
তাও ভালো বাপু রাগে লাল চোখ তো আর দেখতে হচ্ছে না
কান্নালাল চোখটা না-হয় আমার চুমুর...
আমাকে তুমি তোমার প্রেয়সী রেখো

আমি সারা জীবন তোমার প্রেয়সী থাকব
হাত তুলব প্রার্থনায়,
মুখে না-হয় আঙুল তুলে কথা ঘরেই থাকল
ঘরেই রেখো তোমার অস্তিত্বের সব প্রতীক।

আমাকেই তুমি তোমার প্রেয়সী রেখো,
আমি তোমারই প্রেয়সী হয়ে থাকতে চাই আমৃত্যু ॥

 

কমেন্ট বক্স