করোনার সময়ে অনেকেই ২০২১ সালে ট্যাক্স ফাইল করতে পারেননি বা করেননি। ফাইল না করার কারণে সরকার থেকে যে তিনটি স্টিমুলাস দেওয়া হয়েছিল, এর মধ্যে থার্ড স্টিমুলাসের অর্থ দাবি করেননি অনেকেই। ফাইল করেননি বা স্টিমুলাস দাবি করেননি এমন ২.৪ বিলিয়ন ডলার অর্থ আইআরএসের কাছে রয়ে গেছে। আইআরএস এই অর্থ যারা পাওয়ার যোগ্য, তাদেরকে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে।
২০ ডিসেম্বর আইআরএস থেকে এ বিষয়ে একটি ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরে বলা হয়, ২০২১ সালে থার্ড স্টিমুলাস পেমেন্ট জনপ্রতি ১৪০০ ডলার ছিল। তারা উপযুক্ত হওয়ার পরও ক্লেইম করেনি। ওই সব ট্যাক্স ফাইলারের তথ্য অটোমেটিক্যালি আইআরএস চিহ্নিত করেছে এবং আইআরএসের কাছে জমা থাকা ওই অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে সিপিএ জাকির চৌধুরী বলেন, যারা থার্ড স্টিমুলাসের অর্থ পাননি, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে যোগ্য ব্যক্তিরা জনপ্রতি ১৪০০ ডলার করে পাবেন। ট্যাক্স ফাইল করার সময় যারা যে ব্যাংক হিসাব নম্বর ও রাউন্টিং নম্বর দিয়েছেন, ব্যাংকের নাম ব্যবহার করেছেন, সেই ব্যাংক হিসাবেই অর্থ দেওয়া হবে। কারও যদি ব্যাংক হিসাব বন্ধ হয়ে থাকে, তাহলে আইআরএস চেক দেবে। তাই যারা ২০২১ সালের ট্যাক্স ফাইল করার সময় যে ব্যাংকের হিসাব নম্বর ব্যবহার করেছিলেন, তা যদি চালু থাকে, তাহলে তারা অটোমেটিক্যালি ওই হিসাবেই রিফান্ড পাবেন। কিন্তু যদি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায়, আইআরএস অর্থ দিতে না পারে, তাহলে তারা সর্বশেষ ফাইলে যে ঠিকানা আছে ওই ঠিকানায় চেক মেইল করবে। ওই ঠিকানায় কেউ যদি না থাকেন, ঠিকানা পরিবর্তন করে থাকেন, তাহলে তারা চেষ্টা করবেন আগের ঠিকানা থেকে চেকটি সংগ্রহ করার। যারা সংগ্রহ করতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। কেউ যদি ওই ঠিকানা পরিবর্তন করে থাকেন, তাহলেও তিনি আইআরএসের ঠিকানা পরিবর্তন করার নির্দিষ্ট ফর্ম পূরণ করে আইআরএসের কাছে পাঠালে তারা ঠিকানা আপডেট করবে। কারও যদি ২০২৩ সালের ট্যাক্স ফাইল করা থাকে, তাহলে সেই ঠিকানায় বা সেই ব্যাংক হিসাবেই আইআরএস পেমেন্ট পাঠাবে।
সিপিএ জাকির চৌধুরী বলেন, যারা ২০২১ সালে ট্যাক্স ফাইল করেছিলেন কিন্তু থার্ড স্টিমুলাসের অর্থ ক্লেম করেননি, যারা পাওয়ার যোগ্য, সেই অর্থ এখন আপনাআপনিই আইআরএস দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। জানুয়ারি ২০২৫ সালের মধ্যে এটি ফেরত দেবে। ডিসেম্বরেই শুরু হচ্ছে। তবে ওই সময়ে যারা ফাইল করেছেন ও যোগ্য, কেবল তারাই পাবেন।
তবে এমনও অনেক আছেন, যারা ২০২১ এর ট্যাক্স ফাইল করেননি এবং কোনো স্টিমুলাসও ক্লেম করেননি। তারাও সুবিধা পেতে পারেন। যারা ফাইল করেননি ও ক্লেম করেননি, তারা আগামী ১৫ এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল করলে এবং ক্লেম করলে আইআরএস ওই থার্ড স্টিমুলাসের অর্থ যারা পাওয়ার যোগ্য, তাদেরকে দেবে। তিনি বলেন, যারা ওই সময়ে থার্ড স্টিমুলাস পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু ফাইল করেননি, তারা ফাইল করে নিন।