Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরাইল

আলোচনা এগিয়েছে ৯০ শতাংশ
যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরাইল সংগৃহীত ছবি
হামাস ও ইসরাইলের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আলোচনা প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আলোচনায় অংশ নেয়া এক ফিলিস্তিনি কর্মকর্তা। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে, ফিলাডেলফি করিডোরে ইসরাইলি সামরিক বাহিনীর উপস্থিতি অব্যাহত রয়েছে। এই অঞ্চলটি মিশর সীমান্তবর্তী গাজার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, হামাস-ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার বিস্তারিত বিবিসিকে জানিয়েছে ফিলিস্তিনের ওই কর্মকর্তা। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওই আলোচনায় গাজার সঙ্গে ইসরাইলের সীমান্ত বরাবর একটি বাফার জোন (নিরাপদ অঞ্চল) প্রতিষ্ঠার বিষয়ে জোর আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, তবে ওই বাফার জোনে সামরিক উপস্থিতি রাখতে চাইছে ইসরাইল। এমন কিছু বিষয়ে একমত হলেই গাজায় তিন স্তরের যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবার সম্ভানা রয়েছে। এই চুক্তিতে যুদ্ধবিরতির প্রথম তিন ধাপে ইসরাইলের প্রতি নারী সেনা মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগার থেকে ২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। যদিও বন্দীদের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে ইসরাইলে ২৫ বছর বা তার বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করছেন এমন প্রায় ৪০০ জনের নাম থেকে বেছে ওই তালিকা করা হবে। এর মধ্যে ফাতাহ নেতা মারওয়ান বারঘৌতিকে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে না, যার মুক্তিতে ইসরাইলের ভেটো দেয়ার সম্ভাবনা রয়েছে। ইসরাইলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। ধারণা করা হচ্ছে এখনও নিখোঁজ কিছু জিম্মির সন্ধান পাবে হামাস। ইসরাইলের ধারণা অনুযায়ী গাজায় এখনও ৯৬ জিম্মির মধ্যে ৬২ জন জীবিত রয়েছেন। এছাড়া গাজার বেসামরিক নাগরিকরা মিশরীয় বা কাতারি তদারকির ব্যবস্থার অধীনে উত্তরে ফিরে যেতে পারবে এবং প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক সাহায্য উপত্যকায় আসবে বলেও জানান ওই কর্মকর্তা। তিন ধাপের পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে, ১৪ মাসের যুদ্ধের সমাপ্তি দেখতে পাবে বিশ্ব। গাজা উপত্যকা টেকনোক্রেটদের একটি কমিটি দ্বারা তত্ত্বাবধান করা হবে, যাদের পূর্ববর্তী রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে না, কিন্তু সবার সমর্থন থাকবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স