Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

টানা দ্বিতীয়বার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে বছর শেষ আর্জেন্টিনার

টানা দ্বিতীয়বার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে বছর শেষ আর্জেন্টিনার ছবি : সংগৃহীত
টানা দ্বিতীয়বার ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত পরশু রাতে প্রকাশিত ২০২৪ সালের শেষ ফিফা র‌্যাংকিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি। শীর্ষ দশে নেই কোনো বদল।

১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় লিওনেল মেসির আর্জেন্টিনা। পয়েন্টের হিসাবে মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স (১৮৫৯.৭৮) ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন (১৮৫৩.২৭)।

এছাড়া ইংল্যান্ড চারে ও ব্রাজিল আছে পাঁচে। শীর্ষ দশের বাকি পাঁচ দল পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

বাংলাদেশের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে আগের মতোই ১৮৫ নম্বরে আছে তারা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স