পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এ অপরাধে তাকে তিন বছরের জেল দিয়েছে আদালত। ফলে খুব শিগগিরই লাহোরে জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করার কথা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টের বিচারক হুমায়ুন দিলাওয়ার শনিবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। ইমরান খানের পক্ষ থেকে মামলা অগ্রহণযোগ্য দাবি করে পিটিশন করা হয়েছিল। বিচারক সেই পিটিশন খারিজ করে দিয়ে তার বিরুদ্ধে তিন বছরের জেল ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে অঘোষিত সম্পদের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য তাকে এক লাখ রুপি জরিমানাসহ তিন বছরের জেল দেয়া হয়। একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে।
ঠিকানা/এসআর