Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড 

পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড 
রাশিয়ার কারান্তরীন বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৪ আগস্ট (শুক্রবার) উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে নতুন করে এ সাজা দেওয়া হলো। এ প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত নাভালনির জেল হওয়ার পর থেকে তাকে প্রত্যন্ত পেনাল কলোনিতে রাখা হয়েছে। রাজধানী মস্কো থেকে ২৩৫ কিলোমিটার দূরে মেলেখোভোয় কারাগারে একটি হলরুম ৬ নং পেনাল কলোনিকে অস্থায়ী আদালতকক্ষ বানিয়ে সেখানে নাভালনির রুদ্ধদ্বার বিচার করা হয়েছে। তবে নাভালনি অভিযোগ অস্বীকার করছেন।

নাভালনি শিবির জানিয়েছে, বিচারক তার চলমান সাজার মধ্যেই আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় কৌসুঁলিরা তার ২০ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন।

এদিকে এ রায়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। প্রতারণা ও আদালত অবমাননাসহ সব মিলিয়ে বর্তমানে মোট সাড়ে ১১ বছরের সাজা ভোগ করছেন অ্যালেক্সেই নাভালনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স