Thikana News
১৮ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

লংকান লিগে সাকিবের ব্যাটে ঝড়

লংকান লিগে সাকিবের ব্যাটে ঝড় ছবি : সংগৃহীত
লংকা টি-টেন লিগে ব্যাটে ঝড় তুলেছেন সাকিব আল হাসান। গল মারভেলসের জার্সিতে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ বলে করেছেন অপরাজিত ৪৩ রান।

পাল্লেকেলে স্টেডিয়ামের হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে সাকিবের দল গল মারভেলস। তবে ব্যাটিংয়ে নেমে নিজেদের মেলে ধরতে পারেননি দলটির ব্যাটাররা।

দলটির পক্ষে ব্যাট করতে নামা আট ব্যাটারের মধ্যে কেবল দুইজন দুই অঙ্কের ঘোর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সাকিবের ব্যাটেই এসেছে সর্বোচ্চ ৪৩ রান। ১৯ বলের ৪ চার এবং ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান বাংলাদেশ অলরাউন্ডার।

এছাড়া ইনিংস শুরু করতে নেমে ১১ বলে ২ চারে ১৪ রান করেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস।

এই দুজনের ব্যাটে চড়ে ১০ ওভারে ৬ উইকেটে ৮২ রান তোলে গল মারভেলস। হাম্বানটোটার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন থারিন্দু রত্নায়েকে ও সাহান আরাচ্চিগে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স