সূর্য যেমন করে আমাদের আলো দেয়।
দেশ তেমনি মায়ের আদর দিয়ে বুকে টেনে নেয়।
তার কাছে ধর্ম বর্ণের কোন ভেদাভেদ নাই,
তাই আমরা এক মায়ের সন্তান আমরা ভাই ভাই।
অপরাধী অপরাধীই সেই তার বড় পরিচয়,
ধর্ম সেখানেই কোনভাবে কোনও বিবেচ্য নয়।
অপরাধীকে ধর্মের আশ্রয় দেওয়া কি ঠিক?
যারা চুরি করেছে, মানুষ মেরেছে, তাদের ধিক শতধিক।
যারা আমাদের মাঝে ছড়ায় বিভক্তি আর হিংসার বিষ,
তাদের সঙ্গে বন্ধুত্ব নয়, হবে না কোনদিন মিলমিশ।
দেখো আমাদের হাতে হাত,
আমরা ভাই ভাই চিরদিন তোমাদের উদ্দেশ্য হবেনা সফল, কোনভাবে কোনদিন।