Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কষ্টের শব্দ ভাসে

কষ্টের শব্দ ভাসে
ইট-পাথরের এই শহরে কষ্টের শব্দ ভাসে
কান্নার জল লুকিয়ে দেখো রহিমন হাসে,
মায়া-মমতা উবে গেছে, মানুষগুলো নষ্ট
লাশের পাশে উল্লাসে সব হচ্ছে পথভ্রষ্ট।

অন্যের কাঁধে পা তুলে উঠছে উপর শুধু
ভিমরুল সব তাড়িয়ে দিয়ে যদু খায় মধু,
চরিত্রটা শিকেয় রেখে করছে হানাহানি
বড় হতে একে অন্যের ইজ্জত টানাটানি।

ধর্মকর্ম ব্যবসা খোঁজে সরল মানুষ ফাঁদে
সব হারিয়ে লজ্জাবতী এখন শুধুই কাঁদে,
কোথা গেলে রক্ষা পাব বলে দে রে ভাই
দুঃখগুলো মুছে ফেলে একটু প্রশান্তি চাই।

পল্লবী আজ দূর আকাশের তারা
পল্লবী পত্রমিতালি গড়ে হঠাৎ ছিটকে গেছে
পল্লবী পত্রের প্রত্যুত্তর দেয় না
পল্লবী অভিমানে চুপটি করে হারিয়ে গেছে
পল্লবীর মুখশ্রী বারবার দু’চোখে ভাসে
পল্লবীর সাথে ভাব হয়, মাঝে মাঝে স্বপ্নে এসে হাসে।
পল্লবী আজ বহুদূরে কিন্তু মনের মধ্যিখানে
জায়গাটুকুন তারই রামরাজত্বে।

কমেন্ট বক্স