আটক ব্যক্তিরা মার্কিন নৌ বাহিনীতে কর্মরত রয়েছেন। ৩ আগস্ট (বৃহস্পতিবর) মার্কিন বিচার বিভাগ জানায় যে, এ ব্যক্তিরা চীনের কাছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও অস্ত্রশস্ত্রের ম্যানুয়েল এবং রাডার ব্যবস্থার নকশাসহ এ সম্পর্কিত বিভিন্ন গোপন তথ্য অর্থের বিনিময়ে পাচার করেছে। এ ছাড়া মার্কিন সামরিক বাহিনীর বড় বড় মহড়ার পরিকল্পনার তথ্যও পাচার করেছে তারা।
এফবিআইএর পাল্টা গোয়েন্দা বিভাগের সুজানে টার্নার বলেন, ‘এ গ্রেপ্তারের ঘটনা আমাদেরকে এ কথা স্মরণ করিযে দিয়েছে যে, গণপ্রজাতান্ত্রিক চীন আমাদের গণতন্ত্র ও যারা একে রক্ষা করছে তাদেরকে ক্ষতি সাধন করতে অবিরাম আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। চীন তাদের বাছাইকরা কর্মকর্তাদের মাধ্যমে স্পর্শকাতর সামরিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে তুলতে পারে।’
বিচার বিভাগ এ বিজ্ঞপ্তিতে জানায়, সান দিয়েগো ভয়চর এসাল্ট শিপ ইউএসএস এসেক্সে কর্মরত নাবিক জিনচাও ওয়েই যুদ্ধজাহাজ ও তার পরিচালনা ব্যবস্থা সম্পর্কিত অসংখ্য নথি, ছবি ও ভিডিও পাচার করেছেন। এর মধ্যে নিজ যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থাসহ কারিগরি ও যান্ত্রিক পরিচালনা সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
২২ বছর বয়েসি এ নাবিক এজন্য হাজার হাজার ডলার গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে। সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।
বিচার বিভাগ জানায়, লস এঞ্চেলেসের উত্তরের নৌঘাঁটি ভেন্টুরা কাউন্টির পেটি অফিসাার ওয়েং ঝাও(২৬) দুই বছর ধরে চীনের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত রয়েছেন। এ জন্য চীনের গোয়েন্দা এজেন্ট ঝাওকে ১৫ হাজার ডলার প্রদান করেছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বড় বড় মহড়া, উভয়চর যানের অবতরণের সময় ও স্থানসহ বিপুল তথ্য তার মাঘ্যমে হাতিয়ে নিয়েছে চীনা গোয়েন্দারা। এ ছাড়া এ নাবিক জাপানের দক্ষিণের একটি মার্কিন সামরিক ঘাটির রাডার ব্যবস্থার ইলেক্ট্রনিক ডায়াগ্রাম ও নকশা পাচার করেছে। ওই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এটর্নি জেনারেল মার্টিন এস্ট্রাডা বলেছেন, বৈরি বিদেশী রাষ্ট্রের নিয়োগ করা গোয়েন্দা কর্মকর্তার কাছে স্পর্শকাতর সামরিক তথ্য পাচার করার মাধ্যমে এ নাবিক দেশকে রক্ষা করার পবিত্র শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দোষী সাব্যস্ত হলে ঝাওর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সূত্র : অ্যারাব নিউজ
ঠিকানা/এসআর