Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘বাংলাদেশি নাসাউ কমিউনিটি’র যাত্রা শুরু

‘বাংলাদেশি নাসাউ কমিউনিটি’র যাত্রা শুরু
বাংলাদেশি নাসাউ কমিউনিটি নামক সংগঠনের যাত্রা শুরু হলো। আনুষ্ঠানিকভাবে সংগঠনের কোন কমিটি ঘোষিত না হলেও ইতোমধ্যেই উদ্যোক্তারা ঈদ পূণর্মিলনীর আয়োজন করেছিলেন। অভূতপূর্ব সাড়া পড়ে এ অনুষ্ঠানে। নাসাউ কাউন্টিতে বসবাসরত প্রবাসীদের নিয়ে এই ঈদ পূর্নমিলনীর অন্যতম উদ্যোক্তা ছিলেন ক্যাপ্টেন মোতাছির মিয়া। 
গত ২৩ জুলাই লং আইল্যান্ডের জ্যারিগা’র কটিলিয়ন ব্যাংকুয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসের পরিচিত মুখ, কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি প্রথম নির্বাচিত সিভিল জাজ সোমা সাইয়িদ, ডা আসাদুর মিয়া, নুর মোহাম্মদ ও অ্যাটর্নি ইসরাত সামি।
অনুষ্ঠানে কিডস ট্যালেন্ট শো, কিডস গিফট, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানের কো-অর্গানাইজার ছিলেন সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিব ও সফটওয়ার ইঞ্জিনিয়ার শামিবুর রহমান। 
অনুষ্ঠানটিকে সফল করতে আরো যারা কাজ করেছেন, তারা হলেন- ফারুক চৌধুরী, সুহেল খান বাপ্পী, হারুনর রশীদ, মাজহারুল হক শওকত ও শেখ ফরহাদ।
সংগঠনটির ব্যাপারে ক্যাপ্টেন মোতাছির মিয়া বলেন, আমরা নাসাউ কাউন্টিতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে একটি সংগঠন করছি। আনুষ্ঠানিকভাবে এর কোন কমিটি করা হয়নি। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অত্যন্ত অল্প সময়ের নোটিশে আমরা এই পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। দু’শর বেশি বাংলাদেশি এতে অংশ নেন। ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে সবাইকে নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা করছি।
 

কমেন্ট বক্স