আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড এডিকশনে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে মদ্যপায়ী আমেরিকান মহিলাদের মৃত্যুর হার ১৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মদ সেবনের পর আঘাত, নরহত্যা কিন্তু পরোক্ষ মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়াই ১৯৯৯ থেকে ২০২০ সালে মদ সেবনের ফলে আমেরিকায় ৬ লাখ ৫ হাজার ৯৪৮টি মৃত্যুর ঘটনা তদন্ত শেষে গবেষকেরা ওই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
গবেষকেরা দেখতে পান, মদ্যপ মহিলাদের তুলনায় মদ্যপ পুরুষদের মৃত্যুর ঝুঁকি ২.৮৮ গুণ বেশি থাকে এবং উল্লিখিত সময়ে আমেরিকায় মদ্যপানকারী পুরুষ ও মহিলা উভয় লিঙ্গেরই মদসেবনের ফলে মৃত্যুর প্রবণতা বেড়েছে। গবেষকেরা দেখতে পান, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আমেরিকায় মদ্যপায়ী মহিলাদের মৃত্যুর হার ১৪.৭ শতাংশ এবং মদ্যপ পুরুষদের মৃত্যুর হার ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এবিসি নিউজ মেডিকেল কন্ট্রিবিউটর ড. ডারিন সুটন গুড মর্নিং আমেরিকাকে বলেন, মদ্যপানের ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রশ্নে পুরুষ ও মহিলার মধ্যে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে। কারণ পুরুষের মতো মহিলারা তত তাড়াতাড়ি মদ হজম করতে পারে না। সুটন বলেন, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস নামক এক বিশেষ ধরনের এনজাইম বা পাচক রস মদ হজমে সাহায্য করে। মহিলাদের এ ধরনের এনজাইম তুলনামূলক কম থাকে। ফলে মহিলাদের মাতাল হওয়ার বা দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রতিক্রিয়া, যেমন লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ও অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়া, হৃদযন্ত্র বিকল হওয়া এবং বাচ্চাদানের ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি থাকে।