Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীর চিঠি

প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীর চিঠি
যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। এখানকার ৫০টি স্টেটের মধ্যে প্রায় সব স্টেটেই কমবেশি বাংলাদেশি রয়েছেন। কয়েকটি স্টেট রয়েছে, যেখানে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এসব প্রবাসীর বেশির ভাগেরই দেশে পরিবার-পরিজন কিংবা আত্মীয়স্বজন রয়েছেন। তাদের পাশাপাশি অনেকের সঙ্গেই এলাকাবাসীর যোগাযোগ রয়েছে। তারা এলাকার উন্নয়নে ব্যক্তিগতভাবে সাহায্য-সহযোগিতা করে থাকেন। তবে অনেক সহযোগিতা আছে, যেগুলো তাদের আর্থিক সামর্থ্যরে মাধ্যমে করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, অধিদপ্তর, মন্ত্রণালয়ের সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে রয়েছে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সম্পৃক্ততা। কিছু কিছু ক্ষেত্রে রয়েছে প্রধানমন্ত্রীর সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি চিঠি লিখলে সেই চিঠি প্রধানমন্ত্রীর কাছে যাবে কি না, জানা নেই অনেকেরই। তার পরও দেশ-বিদেশের অনেক মানুষই প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন। কেউ কেউ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান। অনেকে আবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠি সংবাদপত্রে পাঠিয়ে ছাপার অনুরোধ করেন। মনে করেন যদি প্রধানমন্ত্রীর চোখে চিঠিটি পড়ে।
এমনই একটি চিঠি এসেছে ঠিকানার কাছে। ‘মাইজভান্ডার রেলওয়ে স্টেশন স্থাপনের আহ্বান’ শিরোনামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একজন প্রবাসী চিঠি লিখেছেন। তার নাম সাইফুর রহমান। তিনি থাকেন মায়ামি, ফোর্ট লডারডেল, ফ্লোরিডায়।
তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পবিত্র মাইজভান্ডার শরিফ থেকে তিন মাইল দূরে নাজিরহাট রেলওয়ে স্টেশন। দরগার ভক্তদের নাজিরহাট পর্যন্ত রেলে আসার পরে অনেক দুর্গতির মধ্যে মাইজভান্ডার শরিফ পৌঁছাতে হয়। নাজিরহাট থেকে মাইজভান্ডার স্টেশন পর্যন্ত রেলওয়ে সংযোগের আহ্বান জানাচ্ছি।’
তার চিঠিটি প্রধানমন্ত্রীর নজরে কিংবা রেল মন্ত্রণালেয়ের নজরে আসবে কি না, আমাদের জানা নেই। তবে এ রকম অনেক প্রবাসীর অনেক দাবি আছে। অন্তত প্রধানমন্ত্রী কিংবা তার সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রবাসীদের লেখা চিঠিগুলো আমলে নেওয়ার সুযোগ থাকলে যাতে তা নেওয়া হয়, সেই উদ্দেশ্যেই ঠিকানায় এটি প্রকাশ করা হলো।
 

কমেন্ট বক্স