Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

রাষ্ট্র সংস্কারে চিকিৎসকদেরও পরামর্শ দেয়ার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

রাষ্ট্র সংস্কারে চিকিৎসকদেরও পরামর্শ দেয়ার আহ্বান ক্রীড়া উপদেষ্টার ছবি : সংগৃহীত
রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৩ নভেম্বর (শনিবার) ঢাকা মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে সব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছিল।  চিকিৎসাক্ষেত্রেও রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের একটি অংশ শান্তি সমাবেশ করেছিলো। আগামীতে যেন চিকিৎসাক্ষেত্রে কোন রাজনীতি  না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, ‘১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই।’

মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনে নিবেদিতপ্রাণ ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ আন্দোলনে অংশ নেয়া শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীরা সেমিনারে নানা স্মৃতি তুলে ধরেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স