Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে : তারেক রহমান

অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে : তারেক রহমান
বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ নভেম্বর (সোমবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন, সারাদেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এ রকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে তা এই শহীদদের নামে করার একটি প্রস্তাব আমাদের আছে।

তিনি বলেন, আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটুকু আমরা পারব জানি না। তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে, যে কয়জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারেন, সেটা আমরা করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্দোলনের বাইরেও সামাজিকভাবে বহু মানুষ আছে, যাদের বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে আমাদের একটি লক্ষ্য থাকবে সেই পঙ্গু মানুষগুলোর প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ১০ ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স