Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ 

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ  ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ২৫ নভেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসা ফিরোজায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স