Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
কমিউনিটি অপ-এড

খরা ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের অনুরোধ

খরা ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের অনুরোধ
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত শুক্রবার কমিউনিটি অপ-এডে লিখেছেন, প্রায়ই দেশের অন্যান্য অঞ্চলে আমরা যে ধরণের খরা দেখি নিউইয়র্ক সিটি তার সাথে যুক্ত নয়। তবে এই ফল মওসুম একটি অত্যাশ্চর্য ব্যতিক্রম। ১৮৬৯ সালের পর ১৫৫ বছরের মধ্যে গত অক্টোবরে শহরের রেকর্ডে দ্বিতীয় দীর্ঘতম বৃষ্টিহীন সময় দেখা গেছে। নভেম্বরের উষ্ণতা ও শুষ্কতা বৃদ্ধির সাথে সাথে আমরা শহরব্যাপী খরার সতর্কতা জারি করেছি এবং নিউইয়র্কবাসীকে যতটা সম্ভব পানি সংরক্ষণ করার অনুরোধ করছি। 
এজন্য প্রতিটি নিউইয়র্কবাসী অল্প পানিতে গোসল এবং কম লোডে লন্ড্রি করে সাহায্য করতে পারে। তবে আমাদের শহরে জল সংরক্ষণের আরও অনেক সহজ ও কার্যকর উপায় আছে।
একটি খোলা কলে প্রতি মিনিটে দুই থেকে তিন গ্যালন পানি পড়ে। তাই আপনার শেভ করা ও হাত ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় কল চালানোর প্রয়োজন নেই।
একটি ফুটো কল দিয়ে প্রতি সেকেন্ডে এক ফোঁটা করে পানি পড়লে তা বছরে ৩ হাজার গ্যালনের বেশি পানি অপচয় করতে পারে। তাই যদি সম্ভব হয় তবে সেই ফুটোগুলো ঠিক করুন। আপনি কম পানি পড়ে এমন টয়লেট ও ঝরনা, সেইসাথে কল এয়ারেটরগুলোর মতো জল-সাশ্রয়ী ফিক্সচারগুলো বসিয়ে আরও বেশি পানি সংরক্ষণ করতে পারেন।  
ডিশওয়াশার ও ওয়াশিং মেশিন পূর্ণ হলেই চালান। সুযোগ থাকলে ছোট সাইকেল ব্যবহার করুন। থালা বাসন ধোয়ার সময় কল বন্ধ করে দিন।
অপ্রয়োজনে টয়লেটে ফ্লাশ করবেন না। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অনুসারে, এখন পর্যন্ত টয়লেটগুলো একটি বাড়ির পানি ব্যবহারের প্রধান উৎস। গড়ে একটি বাড়ির ভিতরের পানি খরচের প্রায় ৩০ শতাংশই এই খাতে ব্যবহার করা হয়। প্রতিটি ফ্লাশে ১.৬ গ্যালন পানি ব্যবহার হয়, পুরোনো মডেলগুলো ৬ গ্যালন পর্যন্ত ব্যবহার করে।  
ড্রাইভওয়ে ও ফুটপাথগুলো ধুয়ে ফেলার পরিবর্তে পরিষ্কার করুন। 
যেকোনো ওপেন ফায়ার হাইড্রেন্টস এবং স্ট্রিট লিক ৩১১ এ রিপোর্ট করুন। একটি ওপেন হাইড্রেন্ট প্রতি মিনিটে ১ হাজার গ্যালনের বেশি পানি নির্গত করতে পারে, যা ২৪-ঘণ্টা চক্রে ১.৪ মিলিয়ন গ্যালন পানীয় জল নষ্ট করে।    
আরও ধারণার জন্য ডিইপির ওয়াটার সেভিং টিপস ওয়েবসাইট দেখুন।
নিউইয়র্ক সিটি আমাদের জল ব্যবস্থার জন্য ন্যায়সঙ্গতভাবে গর্বিত এবং আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটিকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা যারা শহরের পানি সরবরাহের উপর নির্ভর করি, যার মধ্যে শহরের ৮.৩ মিলিয়ন ভোক্তা এবং ১.৫ মিলিয়ন উপভোক্তা, তাদের অবশ্যই জল সংরক্ষণের জন্য সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে, বিশেষ করে এই বর্ধিত শুষ্ক সময়ের মধ্যে।  
আমরা শহরের অংশ হিসেবে আমাদের ভূমিকা পালন করতে যাচ্ছি। আমাদের শহরের সংস্থাগুলোকে তাদের জল সংরক্ষণ পরিকল্পনা আপডেট করতে এবং যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করতে হবে।  
আসুন পানি বাঁচাতে একসাথে কাজ করি। বৃষ্টি যখন ফিরে আসে, তখন আপনি আপনার ছাতা কোথায় রেখেছিলেন মনে করার চেষ্টা করুন।  

কমেন্ট বক্স