Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

হার-জিত চিরদিন থাকবেই

হার-জিত চিরদিন থাকবেই
আমরা দুজন জানাশোনা বান্ধবী। ৫ নভেম্বর ২০২৪। একসঙ্গে বেরোলাম। ভোট দেব। কিছুটা সময় দাঁড়িয়ে থাকলাম। বেশ লম্বা লাইন। সবার নীরব ভাষা। উৎসাহ-উদ্দীপনা-আনন্দ, কৌতূহল দেখতে পেলাম। ভোট দিলাম। দুজনে একটি পার্কে বসলাম।
অনেক কথা হচ্ছে। খুব স্বাভাবিক সেসব কথা। মা-বাবা, ভাই-বোন সবার কথা শেয়ার করছি। বান্ধবীটির হাস্যমুখ। জিজ্ঞেস করছে, Success-কে তুমি কীভাবে দেখো?
আমি অনুমতি নিই। তার হাতটা ধরি, তোমার জীবনে তুমি কীভাবে দেখো?
কখনোই সে স্বপ্ন দেখিনি। দেখিও না।
কেন? জানতে পারি?
কাজ করে যেতে চাই। আন্তরিক হব। আর Hard Wark করতে হবে-সেটাই সব কিছু। সব প্রাপ্তি।
মুহূর্তে বুঝলাম, ভিন্ন দেশি দুজন কিন্তু অভিন্ন ভাবনা। পরে আরও কিছু জানলাম। আর জীবনে জানার তো কোনো শেষ নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ৫ নভেম্বর ২০২৪, বিশ্ববাসীর আগ্রহ। খুবই স্বাভাবিক। দুটি দল এবং দুজন প্রতিদ্বন্দ্বী। অনেক হিসাব-নিকাশ। চুলচেরা বিশ্লেষণ। একজন জয়ী হন। অপরজন  হেরে যান। কমলাকে দেখেছি। ঐধৎফ ড়িৎশরহম এবং চবৎংবাবৎধহপব ছিল। অবশ্য রাজনীতিক বিশ্লেষকেরা ভালো বলতে পারবেন। কমলা হ্যারিস অবশ্যই হেরে গেছেন। আমি অন্যভাবে দেখছি। মাত্র ১০৯ দিন হাতে পান। (চার মাসেরও কম সময়) প্রচার চালিয়ে যান। ভোটারদের উৎসাহিত করেন। জনমনে একটি জায়গা করে নেন। ১০৯ দিন (যদি ভুল না হয়ে থাকে) খুবই কম সময়। কিন্তু জনপ্রিয়তার কম দেখছি না। জনসমর্থনের সংখ্যাও কম নয়। তার ভাগ্যগুণ যেমনটিই হোক, অনেকের কাছেই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
নারী প্রেসিডেন্ট প্রার্থী। কমলা ইতিহাস করতে পারেননি। যথেষ্ট সময় পাননি। চেষ্টা চালিয়ে গেছেন। ইচ্ছা ও মানসিক শক্তির অভাব ছিল না। অনেকেই সমর্থন দেন-তরুণ সূর্যও উৎসাহিত হন।
তিনি বিরামহীন কাজ করে গেছেন। কেউ মেনে নিয়েছেন। আবার অনেকেরই মন জোগাতে পারেননি। গণিত তত্ত্ব যেমনটিই হোকÑতার আন্তরিক প্রয়াস-মহাকালের নতুন খাতায় পাতাজুড়ে লেখা থাকবে।
‘তিনি একজন সাহসিকা’
এখানে কেউ এশিয়ান আমেরিকান, কেউ আফ্রো আমেরিকান, কেউ অ্যারাবিয়ান আমেরিকান। কেউবা হোয়াইট, পর্তুরিকান, স্প্যানিশ, চায়নিজ ইত্যাদি। একই মায়ের অনেক সন্তান। কেউ আলাদা নয়। আর এই তো সবার পরিচয়।
সবার প্রত্যাশা চিরকালের দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান হবে। বিশ্বে স্নিগ্ধ শান্তি ফিরে আসবে।
‘হার-জিত চিরদিন থাকবেই।’
লেখক : ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, ফরমার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ।

 

কমেন্ট বক্স