Thikana News
০২ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার সাবেক এমপি আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১৩ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। 

র‍্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। 

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স