Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কসহ বেশ কয়েকজন কট্টরপন্থি

ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কসহ বেশ কয়েকজন কট্টরপন্থি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক দেশটির ‘সরকারি দক্ষতা’ সংক্রান্ত দলের নেতৃত্ব দেবেন। এই দলটি কেন্দ্রীয় অপচয় কমিয়ে আনতে কাজ করবে। পাশাপাশি ট্রাম্প তার আসন্ন প্রশাসনে আরও বেশ কয়েকজন পরিচিত মুখ ও কট্টরপন্থি হিসেবে উল্লেখ করার মতো ব্যক্তিকে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারে ১০ কোটি ডলার খরচ করে এবং সক্রিয়ভাবে অংশ নিয়ে ইলন মাস্ক আগেই সদ্য নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। মাস্কের মালিকানাধীন এক্স প্লাটফর্ম থেকে ট্রাম্পের প্রার্থিতার পক্ষে প্রতিনিয়ত বুস্ট করতেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক এবং আরেকজন অদম্য মিত্র ও ব্যবসায়ী বিবেক রামস্বামী সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই দুই অসাধারণ ব্যক্তি একসঙ্গে সরকারি আমলাতন্ত্র ঢেলে সাজাতে, অযাচিত নিয়মকানুন কমিয়ে আনতে, অপচয়ের মাত্রা ছেঁটে ফেলতে এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর পুনর্গঠনে পথ তৈরি করতে সাহায্য করবেন।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, সরকারের বাইরে থেকে এই বিভাগ উপদেশ ও নির্দেশনা দেবে। এই উদ্যোগের ফলে ইলন মাস্ক তার সম্পদের আর্থিক বিবরণী প্রদানের কাজ এড়াতে পারবেন।

এদিকে, আজ ১৩ ফেব্রুয়ারি (বুধবার) ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের  ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি তিনি ইউএস ক্যাপিটলেও যাবেন বলে ধারণা করা হচ্ছে। এবার মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার দল ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিতে যাচ্ছে রিপাবলিকানরা।

ক্ষমতা গ্রহণের প্রায় দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্প কাদের তার প্রশাসনে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন তা নিয়ে সারা বিশ্বজুড়েই সবার আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজেদের সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার পররাষ্ট্রনীতি, অবৈধ অভিবাসীদের বের করে দিতে কড়া অবস্থানের কারণে সবার দৃষ্টিই এখন ট্রাম্পের ওপর।

গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বর্ষীয়ান সামরিক ব্যক্তিত্ব ও ফক্স নিউজের প্রোগ্রাম হোস্ট পেটে হেগসেথকে তার আগামী প্রশাসনের প্রতিরক্ষমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফ্লোরিডার সেনেটর মারকো রুবিও হতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া স্পোশাল ফোর্সের সাবেক কর্মকর্তা মাইক ওয়াল্টজ হতে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ওয়াল্টজ চীনের প্রতি তীক্ষ্ণ মনোভাব পোষণকারী এবং নিজেদের একা করে ফেলার নীতিতে বিশ্বাসী নন।

পাশাপাশি ট্রাম্প জাতীয় গোয়েন্দা দপ্তরের সাবেক পরিচালন জন র‌্যাটক্লিফকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার ট্রাম্প সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা দেন। এর একদিন আগে এক ঘোষণায় তিনি কট্টরপন্থি ইমিগ্রেশন কর্মকর্তা টম হোম্যানকে ‘বর্ডার সিজারের’ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের প্রথম মেয়াদে ‘মুসলিম ব্যান’ অভিবাসী নীতির সঙ্গে কাজ করা স্টিফেন মিলার গুরুত্বপূর্ণ ডেপুটি চিফ অব স্টাফ পদ পেতে যাচ্ছেন।

ট্রাম্প তার পরিবেশ রক্ষা সংস্থার প্রধান হিসেবে ইতোমধ্যে লি জেলডিনের নাম ঘোষণা করেছেন। তাছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিউইয়র্কের নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ও ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে আরকানসাস অঙ্গরাজ্যের গভর্নর মাইক হাকাবির নাম ঘোষণা করা হয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স