স্পেন থেকে বকুল খান : স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১১ নভেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপুত রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্পেন বিএনপি ,মাদ্রিদ মহানগর বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ অংশ নেন |۔
সভায় বক্তারা বলেন, 'ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ৬ বছরের শাসনামলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির সিনিয়র নেতা হেমায়েত খান ,মাদ্রিদ মহানগর বিএনপি র সভাপতি সোহেল আহমদ সামছু,বিএনপি নেতা সাঈদ মিয়া ,জাকিরুল ইসলাম জাকি ,আব্দুল আওয়াল খান ,বাবলু খান ,শহিদুল ইসলাম ,হুমায়ূন কবির রিগ্যান,পিয়ার হোসেন সৌরভ , মানিক ব্যাপারী, জাসাস নেতা শামীম খান বিপ্লব ,শাহ আলম ,ফয়জুর রাহমান , মিনহাজ ইসলাম ,মুহাম্মাদ রফিক প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহিদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন , মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম , সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মজিদ সুজন , সোলেমান আহমদ, সুমন হাওলাদার , মোর্শেদ আহমদ, কাজী হারুন ,আমির হোসেন , ইয়াহিয়া আহমেদ সহ আরও অনেকে।