ঘাসের ডগায় শিশির বিন্দু
ঝলমলিয়ে হাসে
শীতের চিঠি হাতে নিয়ে
হেমন্তকাল আসে।
নয় তো গরম নয় বেশি শীত
আরামদায়ক সবি
মেঘের কবলমুক্ত হয়ে
হাসে সোনার রবি।
নবান্নের ঘ্রাণ নাকে নিয়ে
কাস্তে খোঁজে চাষি
নতুন শাড়ির আগাম বায়না
জানায় বধূ হাসি।
ক্ষেতে ক্ষেতে সোনার দানা
হাসবে কদিন পরে
মুঠো মুঠো করে কাটি
আনবে কৃষক ঘরে।
বুড়ো-বুড়ি ভাবছে এবার
শীতটা কেমন যাবে
ভারী মোটা শীতের কাপড়
কোথায় তারা পাবে।