চল্লিশ পেরিয়ে মনের মধ্যে ধুকপুক শুরু হয়
চল্লিশ পেরিয়ে অল্পতেই যেন বুকের মধ্যে ভয়
চল্লিশ পেরিয়ে আজও যেন ছোট্ট সেই আমি
চল্লিশ পেরিয়ে ধরতে ইচ্ছে বাবার হাত দুখানি
চল্লিশ পেরিয়ে মায়ের আঁচলে মুখ লুকাতে চাই
চল্লিশ পেরিয়ে মেঠোপথ ধরে বারবার ছুটে যাই
চল্লিশ পেরিয়ে অল্পতে খুশি, অল্প শোকে কাতর
চল্লিশ পেরিয়ে অতি বিষাদে অক্ষত হৃদয় পাথর
চল্লিশ পেরিয়ে কঠিন সূত্র সহজেই সমাধান
চল্লিশ পেরিয়ে অদ্ভুত অসহনীয় সকল অপমান
চল্লিশ পেরিয়ে মনের রাজ্যে স্বাধীনতার জাল বুনি
চল্লিশ পেরিয়ে ভাল্লাগে না, খেতে আর বকুনি
চল্লিশ পেরিয়ে মন বলে আজ সাগর দেব পাড়ি
চল্লিশ পেরিয়ে দুরন্তপনায় চড়ব ঘোড়ার গাড়ি
চল্লিশ পেরিয়ে নতুন করে শৈশব খুঁজে ফিরি
চল্লিশ পেরিয়ে ইচ্ছে জাগে হাঁটি দুর্গম গিরি।
চল্লিশ পেরিয়ে পুরোনো আবেগ নতুন করে জাগে
চল্লিশ পেরিয়ে হঠাৎ যেন গদগদ মন রাগে
চল্লিশ পেরিয়ে নতুন করে যেন শুভ্র আকাশ খুঁজি
চল্লিশ পেরিয়ে যখন তখন ইচ্ছে দু’চোখ বুজি।