Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টিএলসির কাছে উবার-লিফট চালকদের পিটিশন

টিএলসির কাছে উবার-লিফট চালকদের পিটিশন
উবার-লিফটের লকআউট স্থায়ীভাবে বন্ধ করার জন্য টিএলসির কাছে পিটিশন দাখিল করেছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। লকআউট বন্ধে টিএলসি একটি রুল তৈরি করবে বলে আশাবাদী তারা। এ লক্ষ্যে রোডমার্চ, গাড়ি সমাবেশ, জুম মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার টিপু সুলতান বলেন, এই রুল তৈরি করার মধ্য দিয়ে যখন তখন উবার ও লিফট চালকদের লকআউট স্থায়ীভাবে বন্ধ করার বিধান চালু করা হবে। এতে চালকেরা নিজেদের সময়মতো গাড়ি চালাতে পারবেন। এতে করে তাদের আয় কমবে না। তারা ভালোভাবে জীবনধারণ করে বেঁচে থাকতে পারবেন। এখন অনেক উবার-লিফট ড্রাইভাররা কষ্টে আছেন। তারা যখন তখন গাড়ি চালাতে পারেন না। আপাতত উবার লকআউট করছে না কিন্তু লিফট করছে। উবার লকআউট আপাতত বন্ধ রাখলেও তারা ঘোষণা দেয়নি যে তারা স্থায়ীভাবে বন্ধ রেখেছে। স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা না দিলে যেকোনো সময় তারা আবার সেটি করতে পারে। তাই এ বিষয়ে টিএলসিকে একটি রুল তৈরি করতে হবে। তারা রুল তৈরি করলে উবার ও লিফট যখন তখন এটি বন্ধ করতে পারবে না।
রুল তৈরির লক্ষ্যে গত ১ নভেম্বর সকালে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার বার্ড লেন্ডার, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর ভৈরবী দেশাই, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সদস্যরা, ইউসিএলএ লেবার সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর সাবা ওয়াহেদ প্রমুখ।
এর উদ্দেশ্য ছিল কম্পট্রোলার লেন্ডার, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রেশার তৈরি করা, যাতে টিএলসি রুল তৈরি করে। এতে করে একজন ড্রাইভার যখন তখন উবার ও লিফটের লকআউট থেকে পরিত্রাণ পাবেন, তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী গাড়ি চালাতে পারবেন, ড্রাইভারদের আয়ও বাড়বে।
টিপু সুলতান বলেন, আমরা চাই টিএলসি এই রুলটি করুক। আমরা টিএলসির কাছে পিটিশন করেছি। কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও কাউন্সিলওমেন শাহানা হানিফ এই বিল আনছেন। বিলটির জন্য প্রয়োজনীয় ভোট সংগ্রহ করে তারা বিলটি পাস করার উদ্যোগ নেবেন। বিলটি পাস হলে অনেক ড্রাইভার কষ্টের হাত থেকে পরিত্রাণ পাবেন।

কমেন্ট বক্স