Thikana News
০৮ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪




 

ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ ছবি : সংগৃহীত


গাজা এবং লেবানন সংঘাত শেষ হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এ অবস্থায় ইরানের হুমকি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল ৬ নভেম্বর (বুধবার) দুজনের মধ্যে ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়। খবর আরব নিউজ 
 
এক বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানিয়েছে, নির্বাচনে জয় লাভ করায় নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কাজ করতে দুজনেই একমত হয়েছেন। এতে আরও বলা হয়, দুজনের মধ্যে ইরানের হুমকির বিষয়ে আলোচনা হয়েছে। 

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গতকাল বুধবার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের ১০ হাজার বেশি যোদ্ধা প্রস্তুত রয়েছে। মার্কিন যু্ক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল লেবানন যুদ্ধে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে জানিয়েছে সংগঠনটি। 

হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরায়েলের সবখানেই হামলা চালানো হবে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে গতকাল বুধবার তারা লেবাননের সীমান্ত এলাকায় ১২০টি প্রজেক্টটাইল হামলা চালিয়েছে। 

এছাড়া দক্ষিণ ইসরায়েল থেকে মধ্য গাজাতেও হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী। যেখানে গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স