Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

হত্যা মামলায় কৃষকলীগ নেতা আকরাম গ্রেপ্তার

হত্যা মামলায় কৃষকলীগ নেতা আকরাম গ্রেপ্তার ছবি : সংগৃহীত
ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদার হত্যা মামলায় বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের জয়েন্ট সেক্রেটারি মো. আকরাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৮ জুলাই সকালে ব্র্যাক ইউনিভার্সিটি সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল দুলাল। এ সময় আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে দুলালের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২ অক্টোবর শরিফুল ইসলাম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

পরে তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আকরামকে গ্রেপ্তার করা হয় বলে জানান তালেবুর রহমান।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স