Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পরাজয় স্বীকার করে ভাষণ দেবেন কমলা

পরাজয় স্বীকার করে ভাষণ দেবেন কমলা ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করে ভাষণ দেবেন কমলা হ্যারিস।

এনবিসি নিউজ জানিয়েছে, হ্যারিস তার আলমা ম্যাটার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে তার বক্তৃতা দেওয়ার পরিকল্পনা করছেন।

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টানা তিনবার লড়াইয়ে দুবার বিজয়ী হয়ে আবারও জয়ের খাতায় নাম লিখে রেকর্ড গড়লেন তিনি। জনপ্রিয় এ প্রার্থীর জীবনে রয়েছে উত্থান-পতন ও বিতর্কের দীর্ঘ ইতিহাস।

এর আগে কমলার ওয়াচ পার্টি বাতিল হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনী রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স