Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

জয়ের পথে ট্রাম্প, শিগগিরই সমর্থকদের পার্টিতে যোগ দেবেন

জয়ের পথে ট্রাম্প, শিগগিরই সমর্থকদের পার্টিতে যোগ দেবেন
জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ডনাল্ড ট্রাম্প। অনলাইন বিবিসি বলছে, তিনি ২৪৭ ইলেকটোরাল কলেজ ভোটে পৌঁছে গেছেন। আর মাত্র ২৩টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন তার। তাহলেই তিনি পৌঁছে যাবেন ২৭০-এ। এ অবস্থায় তিনি তার দলীয় পার্টিতে অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন। ফ্লোরিডায় মোটর শোভাযাত্রাসহ তার উপস্থিত হওয়ার কথা। সেখানে ওয়েস্ট পাম বিচে তার দলীয় সমর্থকরা উল্লাস করছেন। ধারণা করা হচ্ছে সেখানে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখবেন। সেখানে উপস্থিত আছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তিনি ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। উপস্থিত আছেন রাজনৈতিক মিত্র রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং তুলসি গাব্বার্ড। এর বাইরেও সমর্থকদের ভিড় বাড়ছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স