রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রচারাভিযানের চূড়ান্ত সমাবেশে দেওয়া সমাপনী বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘গৌরবের নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি ইতিহাসে সবচেয়ে বড় জয় পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।
সোমবার দিনগত রাতে (৪ নভেম্বর) সুইং স্টেট মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আপনার ভোটের মাধ্যমে আমরা আমাদের দেশের প্রতিটি সমস্যার সমাধান করতে পারি এবং আমেরিকাকে প্রকৃতপক্ষে বিশ্বে গৌরবের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি।’
ট্রাম্প আরও বলেন, ঈশ্বর তাকে আবারও প্রেসিডেন্ট করার পরিকল্পনা করেছিলেন বলেই এই বছরের শুরুতে তিনি একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। তিনি বলেন, ‘মাত্র কয়েক মাস আগে পেনসিলভানিয়ার একটি সুন্দর সমাবেশে একজন ঘাতক আমাদের মহান আন্দোলন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আন্দোলনকে থামানোর চেষ্টা করেছিল।’
‘কিন্তু মৃত্যুর জন্য চালানো সেই হামলা আমাদের থামাতে পারেনি কোনোভাবেই। এটি কেবল আমরা যে কাজটি শুরু করেছি, তা শেষ করার জন্য আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। সেই দিনটি সুখকর ছিল না। আমি আবারও বলব, সেই দিনটি সুখকর ছিল না। কিন্তু অনেকে বলেন, আমেরিকাকে বাঁচানোর জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়েছিলেন’, যোগ করেন ট্রাম্প।
ভোটে ব্যাপক জালিয়াতি এবং নির্বাচনে নথিভুক্ত নয় এমন অভিবাসীদের ভোট দেওয়ার নিয়ে মিথ্যা দাবির পর ট্রাম্প নির্বাচনে বড় জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ট্রাম্প বলেন, ‘তাদের প্রতারণা করতে হবে এবং তারা করে, তারা আসলে এটি খুব ভালো করে। আমি মনে করি, আমরা খুব ভালো অবস্থায় আছি। আপনি দেখান আপনি সবচেয়ে বড় বিজয় পেতে যাচ্ছেন। আসলে কী হবে আপনি জানেন? দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে বলতে গেলে আমাদের সবচেয়ে বড় জয় হবে।’
ঠিকানা/এসআর