Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
তৃণমূলে আনন্দের বন্যা

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ছবি ঠিকানা
মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৩২ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করা হয়েছে। তবে কমিটিতে কোনো যুগ্ম আহ্বায়ক বা সদস্যসচিব হিসেবে কাউকে রাখা হয়নি। বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ বছর পর মৌলভীবাজার জেলা বিএনপি থেকে নাসের রহমান যুগের অবসান ঘটল। প্রায় ২০-২২ বছর ধরে জেলা বিএনপির একক নেতৃত্বে ছিলেন এম নাসের রহমান।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ায় মৌলভীবাজার জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ইতিমধ্যে অনেকেই নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক ত্যাগী নেতা ঠিকানাকে জানান, এত দিন ধরে জেলার সাতটি উপজেলায় সমান্তরালভাবে বিভিন্ন গ্রুপিং কমিটি ছিল। নবগঠিত এই কমিটি ঘোষিত হওয়ায় তিনি আশা করছেন, এখন থেকে কোনো উপজেলায় আর গ্রুপিং থাকবে না।

কমিটির সদস্যরা হলেন এম নাসের রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমদ রহমান, বকসি মিছবাহুর রহমান, মতিন বকস, মাহবুব ইজদানি ইমরান, বকশি জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ ও মহসিন মিয়া মধু।

এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পায়। এতে সভাপতি হন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান। সাধারণ সম্পাদকের পদে আসেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। শুরুতে দুজনের নেতৃত্বে সব কার্যক্রম একসঙ্গে পরিচালিত হলেও পরবর্তীতে তাদের মধ্যে বিভক্তি চলে আসে, যা এখনো চলমান।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর মৌলভীবাজার জেলা বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। বিগত কয়েক বছর ধরে চলছে জেলা বিএনপিতে গ্রুপিং রাজনীতি। আধিপত্য ধরে রাখতে নিজেদের মতো ইউনিট কমিটি দেওয়া হচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স