Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

বাফুফের আর্থিক অনিয়মের অডিট হবে : ক্রীড়া উপদেষ্টা

বাফুফের আর্থিক অনিয়মের অডিট হবে : ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ। ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, গত তিন মাস ধরে বাংলাদেশ নারী ফুটবল দলের বেতন বকেয়া আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এমন দূরাবস্থা কেনো, এ নিয়ে অডিট হবে। ২ নভেম্বর (শনিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের তিন মাসের বেতন বকেয়া আছে। ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দেশের সামর্থের মধ্যে নারী ফুটবলারদের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা এবং অনিয়ম নিয়ে অডিট হবে।

উপদেষ্টা আসিফ বলেন, নারী ফুটবলকে এগিয়ে নিতে সবার পরামর্শ এবং সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে। আবাসন সংকটের কথা জানিয়েছেন মেয়েরা। প্রধান উপদেষ্টা তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন। এর ভিত্তিতে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স