Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রাখে আল্লাহ মারে কে

মোহাম্মদ আলী 
রাখে আল্লাহ মারে কে
বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী বলেছেন, রাখে আল্লাহ মারে কে? তিনি বলেন, আমাদের পরাজিত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহর রহমতে আমরা বিজয়ী হয়েছি। তিনটি ভোটার তালিকা করা ও ৩০৭ জন ভোটারকে বাদ দিয়ে তাদেরকে অসম্মানিত করা হয়েছে। সোসাইটির পরিচালনা পরিষদ অন্যায় করেছে। কিন্তু ভোটাররা এই অন্যায় মেনে নেননি। তারা নীরবে ভোট বিপ্লব করেছেন। সত্য ও ন্যায়ের পথে থেকে আমাদের ভোট দিয়েছেন। ফলে আমরা পুরো প্যানেলে জয়ী হয়েছি। মোহাম্মদ আলী বলেন, আমরা ভোটারদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কৃতজ্ঞ শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতিও। তারা আমাদের সমর্থন করে আমাদের জন্য কাজ করেছেন। প্রচার-প্রচারণা চালিয়েছেন। মানুষকে ভোট দিতে উৎসাহিত করেছেন। ধন্যবাদ নির্বাচন পরিচালনা কমিটিকে, তারা যথেষ্ট পরিশ্রম করেছেন।
তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে আমরা দায়িত্ব পাব। দায়িত্ব পাওয়ার পর আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে সবকিছু বাস্তবায়ন করব। আমরা পরিকল্পনা করেছি, বাংলাদেশ প্যারেড করব। আশা করছি, সোসাইটির নেতৃত্বে আগামী বছর বাংলাদেশ প্যারেড হবে। ইতিমধ্যে সেই প্রতিশ্রুতিও আমরা পাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ সোসাইটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। সেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব, ইনশা আল্লাহ। সোসাইটির দায়িত্ব নেওয়ার পর ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। ভোটাররা যেমন পরিবর্তন এনেছেন, আশা করা যায় ট্রাস্টি বোর্ডেও তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার হবেন, তাদেরকে অবশ্যই দুই মেয়াদে সোসাইটির কোনো পদে দায়িত্ব পালন করতে হবে অথবা লাইফ মেম্বার হতে হবে। এবার ট্রাস্টি বোর্ডে একজন নারী সদস্য রাখা হবে।
 

কমেন্ট বক্স