বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যনেলে জয়ী হয়েছে সেলিম-আলী প্যানেল। নির্বাচনে ফল ঘোষণার পর মুহূর্ত থেকে ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। কে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবেন, কে কে সদস্য হবে তা নিয়ে শুরু হয়েছে রীতিমত তদবির। কয়েকজনের নামও শোনা যাচ্ছে।
বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ। তিনি বিজিত রুহুল-জাহিদ প্যানেলের পক্ষে সরাসরি কাজ করেছেন। সঙ্গত কারণে তিনি আর চেয়ারম্যান থাকছেন না বলে ধরে নেওয়া যায়। এ কারণে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে আলোচনা শুরু হবে। আর প্রথমেই আলোচনা হবে নতুন চেয়ারম্যান নিয়ে। কে হতে পারেন নতুন চেয়ারম্যান তা নিয়ে কৌতুহলের শেষ নেই। কেউ বলছেন, সেলিম-আলী প্যানেলের আহ্বায়ক, আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ দিনরাত পরিশ্রম করেছেন। এই প্যানেলের বিজয়ে তিনি অগ্রণি ভূমিকা পালন করেছেন। আপাতত তারই নাম ছড়াচ্ছে বেশী। অন্যদিকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে অনেকের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, আহসান হাবিব, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাছিব মামুন, জেবিবিএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম নমি, মূলধারার রাজনীতিক তৈয়বুর রহমান হারুণ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তোফায়েল ইসলাম প্রমুখ।
যাদের পূর্ব অভিজ্ঞতা এবং কমিউনিটিতে গ্রহণযোগ্যতা আছে, তাদেরই বেছে নেবেন নতুন কার্যকরী পরিষদ, এমনটি জানিয়েছেন নবনির্বাচিত কর্মকতাদের অনেকে।