Thikana News
০৭ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪




 

হজ প্যাকেজ ঘোষণা বুধবার, কমবে খরচ : ধর্ম উপদেষ্টা

হজ প্যাকেজ ঘোষণা বুধবার, কমবে খরচ : ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত


২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা হবে ৩০ অক্টোবর (বুধবার)। গত বছরের তুলনায় এবার কমতে পারে খরচ। আর সরকারি অর্থায়নে কারও হজ করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। ২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে দিনাজপুর শিশু একাডেমীতে হজ-ওমরাহ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে হজে দুই ধরণের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় অবস্থান আর সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ আছে। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার জানানো হবে।

তিনি আরও বলেন, সরকারের টাকায় ফ্রি কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদেরকে সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খানসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স