Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ছবি সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় ভোট গ্রহণ শেষ হয়।

১৩৩ জন ডেলিগেটের মধ্যে ১২৮ ভোট পড়েছে। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার প্রতিপক্ষ এ এস এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট।

ভোট গণনার আধা ঘণ্টার মধ্যে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘বাফুফে নির্বাচন ২০২৪ এর ১৩৩ জন ভোটারের মধ্যে ১২৮ ভোট পড়েছে। পাঁচজন ভোট দিতে আসেননি। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।’

এর আগে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদে ভোটের প্রয়োজন পড়েনি।

বাফুফের প্রথম সভাপতি ছিলেন এসএ সুলতান। তারপর দ্বিতীয় সভাপতি হন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। টানা চার মেয়াদে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি ছিলেন তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। ভোটের হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাবিথ।

এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সদস্যপদে ভোট হয়েছে। ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫ জন। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহসভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন ছিলেন।

এদিকে কাজী সালাউদ্দিনের বিদায়ী সভায় ২০২৫ সালের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেট উপস্থাপন করা হলেও পাস হয়নি। ফুটবল ফেডারেশন নির্বাচনের ইতিহাসে বাজেট পাস না হওয়ার নজির এবারই প্রথম। এর আগে যতবার বাজেট হয়েছিল নির্বাচনী কংগ্রেসে সেটা পাসও হয়।

এদিন কংগ্রেসে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি  টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স