Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভেঙে গেল ফারদিন-নাতাশার ১৮ বছরের সংসার

ভেঙে গেল ফারদিন-নাতাশার ১৮ বছরের সংসার ছবি সংগৃহীত
বলিউড অভিনেতা ফারদিন খান ও নাতাশা মাদভানির বিচ্ছেদ হয়ে গেছে। ৩০ জুলাই রোববার সংসার ভাঙার খবর প্রকাশ্যে এসেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোববার বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলেও ফারদিন ও নাতাশার মধ্যে অনেক দিন ধরেই বনিবনা হচ্ছিল না। গত এক বছরের বেশি সময় তারা আলাদা ছিলেন।

তবে বিবাহবিচ্ছেদ নিয়ে ফারদিন বা নাতাশার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশার সঙ্গে বিয়ে হয় ফারদিনের। ধুমধাম করেই বিয়ে হয় তাদের। এই জুটির একটি কন্যা ও পুত্রসন্তান রয়েছে। ডায়ানি ইসাবেলা খান ২০১৩ সালে এবং ছেলে আজারিয়াস ফারদিন খান ২০১৭ সালে জন্মগ্রহণ করে।

জানা যায়, ফারদিন ও নাতাশা কয়েকবার চেষ্টা করেছিলেন ঝামেলা মিটমাট করে নেওয়ার। তবে পরিস্থিতির উন্নতি হয়নি। শেষমেশ বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন। ফারদিন তার মায়ের সঙ্গে মুম্বাইয়ে থাকলেও নাতাশা লন্ডনে থাকছেন।

১৯৯৮ সালে ‘প্রেম আগন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফারদিনের। প্রথম সিনেমাতেই নবাগত হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসে ফারদিনের ঝুলিতে। এরপর ‘ফিদা’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’র মতো একাধিক হিট সিনেমায় কাজ করেন তিনি। সর্বশেষ ২০১০ সালে ফারদিনকে ‘দুলহা মিল গয়া’ সিনেমা দেখা যায়।

প্রসঙ্গত, ফারদিন খান একটি হরর ড্রামা, ভিসফট দিয়ে সিনেমায় প্রত্যাবর্তন করতে চলেছেন। ছবিতে আরও অভিনয় করবেন রিতেশ দেশমুখ, প্রিয়া বাপট এবং ক্রিস্টেল ডি’সুজা। এ ছাড়া ২০০৫ সালের হিট সিনেমা ‘নো এন্ট্রি’র সিক্যুয়েলে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স