দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি স্থল হামলায় অংশ নিতে দক্ষিণ লেবাননে যাওয়ার পর ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচ সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও ১৯ সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর টাইমস অব ইসরায়েলের।
নিহতদের সবাই ৮ নম্বর আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। তাদের মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, নিহত সেনারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।
নেতানিয়াহু বাহিনী আরও জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। এর মধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। এই বাড়ির সামনে ইসরায়েলি সেনারা দাঁড়িয়ে ছিলেন। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে ২৩ অক্টেবার (বুধবার) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) থেকে ইসরায়েলের ৭০ জনের বেশি সেনা সদস্যকে হত্যার দাবি করা হয়।
তবে ইসরায়েল বলছে, গত মাসে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছে। এ ছাড়া উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় ৩০ জনের বেশি বেশি নিহত হয়েছে।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
