Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জমকালো আয়োজনে শেষ ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের দ্বিতীয় কনভেনশন

জমকালো আয়োজনে শেষ ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের দ্বিতীয় কনভেনশন
জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের দ্বিতীয় কনভেনশন। গত ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত কনভেনশনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। আরো ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কনভেনশনকে করে তোলে প্রাণবন্ত। 
এখানে উল্লেখ্য, মাত্র এক বছর আগে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক। বিগত এক বছরে বিশ্বব্যাপী মানবাধিকারের আন্দোলনে অগ্রণি ভূমিকা পালন করে সংগঠনটি। 
কনভেনশনে প্রধান অতিথি ছিলেন বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীন সংবাদমাধ্যম ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন। 

নিউ ইয়র্ক : মঞ্চে অতিথি ও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। 

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সভাপতি ও মানবাধিকার নেতা ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কনভেনশনের সদস্য সচিব মারুফ খন্দকার ও সংগঠক সাগির খানের যৌথ সঞ্চালনায় কনভেনশনে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কাউন্সিল মেম্বার সুসান ঝুয়াং, প্রফেসর ড. রঞ্জন থাপালিয়া, টারকুইস হাসকিন, জপসিৎ সিং, অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী ব্রান্ডন ক্যাস্ট্রো, সিবেনা শংকর, সেরিশ ওয়াকার, নবরাজ কেসি, মেহরিবান নসিব, ম্যাগদালিনা কুলিজ, মোহাম্মদ তারিক. ইউগেনিয়া রাম, গুগু মাখারি, স্যান্ড্রা পেরেজ, আজিজ ভাট, এরভিন আপাদু প্রমুখ।                  

নিউ ইয়র্ক: সম্মাননা গ্রহণ করছেন সাবেক এমপি, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন বলেন, মানুষ জন্মের পর যে অধিকার জন্মায়, তা হলো মৌলিক অধিকার ও মানবাধিকার। সেই মৌলিক অধিকার ও মানবাধিকারের জন্য যারা বিশ্বব্যাপী লড়াই-সংগ্রাম করছেন তাদের অভিবাদন জানান তিনি। 
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম প্রবাসী প্রতিনিধি হয়ে প্রবাসীদের অধিকার আদায়ে করেছি। প্রবাসীদের অধিকারকে সুসংহত করেছি। ৪৫ বছরের প্রবাস জীবনে প্রবাসীদের অধিকার আদায়ের কাজ করতে গিয়ে নিজের অর্থবিত্ত শেষ করেছি। ন্যায়ের ভিত্তিতে কাজ করেছি। তিনি প্রত্যেক মানুষকে মানবতাপ্রেমী ও মানবিক গুণাবলী সম্পন্ন ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে সমাজে মানবাধিক প্রতিষ্ঠিত হবে। 

নিউ ইয়র্ক : অনুষ্ঠানে সুধীর একাংশ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনভেনশনের আহ্বায়ক তরিকুল হেসেন বাদল। তিনি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম, কনভেনশনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ। 
সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সভাপতি ড. রফিকুল ইসলাম কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভলান্টিয়ার গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার হাতে আ্যাওয়ার্ড তুলে দেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগাসহ অন্যান্য অতিথিরা। 

নিউ ইয়র্ক : মঞ্চে অতিথি ও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। 
কনভেনশনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের পক্ষ থেকে মানবাধিক রক্ষায় ভূমিকার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়া নিউইয়র্ক অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগাসহ মূলধারার আরো কয়েকজন জনপ্রতিনিধির পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয় বিভিন্ন ব্যক্তিকে। 
এদিকে দ্বিতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত কালচারাল শো দারুণ উপভোগ্য ছিল। এতে অংশ নেন দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী ও শাহনূর, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, ত্রিণিয়া হাসান, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, হিরা, সেলিম ইব্রাহিম, কবিতা মজুমদার প্রমুখ। এ পর্বটি পরিচালনা করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সাংস্কৃতিক সম্পাদক রেশমী মির্জা।
 

কমেন্ট বক্স