Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন রুনা 

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন রুনা  রুনা খানের ছবি তাঁর ফেসবুক পেজ থেকে নেওয়া
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই বিভিন্ন রূপে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। সম্প্রতি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা।

২৯ জুলাই (শনিবার) দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি নিজেই জানিয়েছেন এই তারকা। রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘বোধ’র জন্যই ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’-এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে গেল বছরের ৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়ায় সিরিজটি। এতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রুনা। পর্দায় তাঁর অভিনয় রীতিমতো নজর কাড়ে দর্শকদের। তারই সাফল্য হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন এই অভিনেত্রী।

এতে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স