মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের দ্বিতীয় কনভেনশন ও কালচারাল শো আগামী ২০ অক্টোবর রোববার। এদিন সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্টজন এবং দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীনতম সংবাদপত্র ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন।
এছাড়া কালচারাল শোতে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও শাহনুর। এছাড়ায় বিশেষ পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, ত্রিণিয়া হাসান, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, হীরা, সেলিম ইব্রাহীম, রাহিদুল ইসলাম ও কবিতা মজুমদার।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।