Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বিসর্জনে শেষ হলো  শারদীয় দুর্গোৎসব

বিসর্জনে শেষ হলো  শারদীয় দুর্গোৎসব
বিপুল আনন্দ-উৎসবের মধ্যদিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। নিউইয়র্কের বিভিন্ন স্থানে এবছর প্রায় ৩০টি মন্ডপে দুর্গাদেবীর আরাধনা করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। আর প্রতিটি মন্ডপেই ছিলো সব ধর্ম ও বর্ণের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথিপাঠ, কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ।
আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা নিবেদিতা ভট্টাচার্যর সার্বিক তত্ত্বাবধানে শারদোৎসবে প্রবাস প্রজন্মের শিশু- কিশোরদের পরিবেশিত অনুষ্ঠানগুলো সবাই প্রাণভরে উপভোগ করেন।
আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে উঠেছিল শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।
দুর্গাপূজার এই কয়েকটা দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা।
ফ্লোরিডার গেইন্সভিলে শারদীয় দুর্গোৎসব : ফ্লোরিডার গেইন্সভিল থেকে দিল এ রহমান চাঁপা জানান, গত ৫ অক্টোবর দিনটি ছিল ফ্লোরিডার গেইন্সভিল শহরের একটি বিশেষ আনন্দ ঘন দিন। গেইন্সভিল বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় গার্ডেন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ভাই-বোনদের শারদীয় দূর্গাপূজা এবং তার সাথে সংশ্লিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক এবং নৃত্যনাট্য থেকে অংশ বিশেষ নিয়ে একটি বিশেষ নাট্যরূপ। পরিচালনায় ছিলেন রিমঝিম ব্যানার্জি। এর নাম ছিল ‘রূপ ও শক্তি’। এর মূল বিষয় ছিল নারী।
সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া এক নারী ডাক্তার অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের পুরো কলকাতা তথা পুরো পশ্চিম বঙ্গ কেঁপে উঠেছে। সেই অভয়া হত্যাকাণ্ডের বিষয়টি এই অনুষ্ঠানে বিশেষভাবে ফোকাস করা হয়েছে। 
অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ গানটি পরিবেশন করেন সুস্মিতা দত্ত। এ গানে ডাক্তার অভয়ার কথাই বলা হয়েছে। এখানে বোঝানো হয়েছে অভয়া, তুমি চলে গেছো পৃথিবী ছেড়ে, কিন্তু তুমি আমাদের হৃদয়ে বেঁচে রবে চিরদিন। এছাড়া সুস্মিতা আরেকটি নিজস্ব গানও পরিবেশন করেন।
অনুষ্ঠানে অনেকেই গান গেয়েছেন এবং কী বোর্ড বাজিয়েছেন।  চমৎকার কী বোর্ড বাজিয়েছে বাংলাদেশের পৃথিকা বোস এবং কলকাতার এক শিল্পী। চমৎকার গান গেয়েছে বাংলাদেশের বৃষ্টি রানী পোদ্দার ও অরিত্রী এবং কলকাতার শিল্পী সোমা দে ও বেশ কয়েকজন শিল্পী। নৃত্যে ছিলেন কলকাতার রিমঝিম ব্যানার্জী, গার্গী বন্দোপাধ্যায়, কুন্তলা, উপাসনা, শৌমিলি, শায়াক ও শ্রোয়ন এবং আরো অনেকে। 
এতে বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের শিল্পীরা অংশগ্রহণ করে। উপস্থাপনায় ছিল কলকাতার অনমিত্রা ও অন্বেষা। উপভোগ্য অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে চলে প্রায় রাত সাড়ে ৮টা পর্যন্ত।

কমেন্ট বক্স