Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

রাফিনিয়ার জোড়া পেনাল্টিতে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল

রাফিনিয়ার জোড়া পেনাল্টিতে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল


সময়ের সাথে সাথে ছন্দে ফেরার আভাস দিচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে টানা জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার ঘরের মাঠে তারা উড়িয়ে দিয়েছে পেরুকে।

রাফিনিয়োর জোড়া গোলে বাংলাদেশ সময় বুধবার সকালে ৪-০ গোলে হারায় সেলেসাওরা। প্রথমার্ধে বার্সেলোনা উইঙ্গার দুটি গোলই করেন পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে স্কোরশিটে নাম রেখার আন্দ্রেস পেরেইরা ও লুইজ হেননিক।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ রাউন্ড শেষে ব্রাজিলের এটি পঞ্চম জয়। সাথে ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে তারা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে তিনে উরুগুয়ে। এদিন তারা একুয়েদরের বিপক্ষে গোলশূন্য ড্র করে।

৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে এদিন তারা বলিভিয়াকে উড়িয়ে দেয় ৬-০ গোলে।

একই দিন চিলিকে ৪-০ গোলে হারায় কলম্বিয়া। ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে।

১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। আন্ত-মহাদেশীয় প্লে-অফ খেলে সুযোগ পেতে পারে সপ্তম দলটিও।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স