লেখক ও অভিনেতাদের ধর্মঘটে হলিউড সিনেমা ও ওটিটি কনটেন্ট নির্মাণে ব্যাপক প্রভাব পড়েছে। বন্ধ হয়ে আছে অনেক কাজ। এবার তার ছাপ পড়েছে ৭৫তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে। স্ক্রিনডেইলি জানায়, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ আয়োজন হলিউড লেখক ও অভিনেতাদের ধর্মঘটের কারণে নতুন সময়ে গড়াচ্ছে। ইউএস একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত এই অ্যাওয়ার্ড শোর সম্প্রচারের দায়িত্বে আছে ফক্স টেলিভিশন নেটওয়ার্ক। তারা এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের ইভেন্টটি স্থগিত হওয়া বিষয়ে অংশীদারদের জানিয়ে দিয়েছে।
নতুন দিনক্ষণ নিশ্চিত করা না হলেও নভেম্বর বা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা বিবেচনায় রাখা হয়েছে। হলিউডে পারিশ্রমিক ও অন্যান্য বিষয়ে চলমান ধর্মঘটের কারণে প্রথম বড় কোনো অ্যাওয়ার্ড শো হিসেবে স্থগিত হলো এমি।
রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট বর্তমানে তেরোতম সপ্তাহ পার করছে। অন্যদিকে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড - আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-এএফটিআরএ) ধর্মঘট এখন তৃতীয় সপ্তাহে পা রেখেছে।
আয়োজক একাডেমি ও প্রচারের দায়িত্বে থাকা ফক্স মনে করছে, স্থগিতের সিদ্ধান্ত যথাযথই ছিল। সম্ভবত শিগগিরই নতুন কোনো তারিখ ঘোষণা হবে না। কারণ ধর্মঘট চলাকালে দুই সংগঠনের সঙ্গে যুক্ত কেউ অনুষ্ঠানে অংশ নেবেন না।
নির্ধারিত হয়ে আসর বসলে এমি অ্যাওয়ার্ড চমক হারিয়ে ফেলত। তখন লেখক ও অভিনেতাদের বাদ দিয়ে অনুষ্ঠান পরিকল্পনা থেকে উপস্থাপনার দায়িত্ব পড়ত রিয়েলিটি শো তারকা ও নির্বাহীদের কাঁধে। দুই সপ্তাহ আগে ঘোষিত হয়েছে প্রাইমটাইম এমির মনোনয়ন। যেখানে ২৭টি বিভাগে মনোনয়ন দেয়া হয়েছে। ২০০১ সালের পর এই প্রথম স্থগিত হলো এমি। ওই বছর ৯/১১ হামলার কারণে অনুষ্ঠানটি নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়।
ঠিকানা/এম