Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিউইয়র্ক থেকে টেক্সাস গেলে আড়াই লাখ ডলার সঞ্চয়

নিউইয়র্ক থেকে টেক্সাস গেলে আড়াই লাখ ডলার সঞ্চয়
নিউইয়র্ক থেকে টেক্সাসে গিয়ে বসবাসকারীরা বছরে আড়াই লাখ ডলারের বেশি সঞ্চয় করছেন। উচ্চ উপার্জনকারী ধনী আমেরিকান যারা নিউইয়র্ক থেকে অস্টিনে চলে গেছেন তারা কম কর এবং জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় বছরে আড়াই লাখ ডলারের বেশি সঞ্চয় করতে পারছেন। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসছে।
আর্থিক তথ্য প্রদানকারী স্মার্টঅ্যাসেট সম্প্রতি নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও শিকাগোয় ছয় অঙ্কের বেতনভোগী লোকজন টেক্সাসের রাজধানীতে স্থানান্তরিত হলে তারা কত অর্থ বাঁচাতে পারেন তা বিশ্লেষণ করেছে।
গবেষণার ফলাফলে দেখা যায়, ম্যানহাটনের একজন বাসিন্দা সাড়ে ৬ লাখ  ডলার উপার্জন করলে এবং তিনি অস্টিনে গেলে তার ২ লাখ ৫৮ হাজার ২১২ ডলার সাশ্রয় হবে। ধনী নিউইয়র্কবাসীরা দেশের সবচেয়ে বেশি কর প্রদান করেন। তারা ফেডারেল, রাজ্য এবং স্থানীয় শুল্কের হিসাব করার সময় সম্মিলিত ৪৫% কার্যকর হারের সম্মুখীন হন। সেই কার্যকর হার টেক্সাসে প্রায় ৩৫ শতাংশে নেমে আসে, যেখানে রাজ্যব্যাপী আয়কর নেই। 
একই নিউইয়র্কার যারা প্রায় দেড় লাখ ডলার উপার্জন করেন তারাও তাদের বেতন বৃদ্ধির মূল্য দেখতে পাবেন। তারা অস্টিনে গেলে বছরে প্রায় ৬৪ হাজার ৮১১ ডলার সঞ্চয় করতে পারবেন।
ধনী সান ফ্রান্সিসকোর বাসিন্দারা নিউইয়র্কবাসীর মতো ততটা সুবিধা পাবেন না। তবে উচ্চতর উপার্জনকারীরা তাদের বেতনের মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন। গবেষণায় দেখা গেছে, যারা সাড়ে ৬ লাখ ডলারের বেশি উপার্জন করেন তারা অস্টিনে স্থানান্তরিত করে মোটামুটি ২ লাখ ১২ হাজার ৩০১ ডলার বাঁচাতে পারেন যা তাদের বেতনের প্রায় ৩২ শতাংশ।
শিকাগোর সচ্ছল বাসিন্দাদের জন্য গল্পটি ভিন্ন। তারা টেক্সাসে গেলেও অনেক কম ৭৬ হাজার ৩৬২ ডলার সাশ্রয় করতে পারবেন। কারণ এই উইন্ডি সিটিতে বসবাসের খরচ অনেকটা কম।
শিকাগোয় বসবাসের খরচ অস্টিনের তুলনায় মাত্র ১৩ শতাংশ বেশি, সামগ্রিক নিম্ন সঞ্চয় হারে অবদান রাখে। যাইহোক, উচ্চ উপার্জনকারীরা কর সংরক্ষণ করবে, যা শিকাগোয় ৩২ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত।
ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কের মতো অতি ট্যাক্স আরোপকারী প্রধানত নীল রাজ্য (ব্লু স্টেট) থেকে ক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান ফ্লোরিডা এবং টেক্সাসের মতো কম ট্যাক্স আরোপ করা লাল রাজ্যে (রেড স্টেট) স্থানান্তরিত হওয়ার কারণে এই গবেষণাটি করা হয়। 
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরস (NAR) এর তথ্য অনুসারে ফ্লোরিডা নতুন বাসিন্দাদের সবচেয়ে বেশি ভিড় দেখেছে। ২০২২ সালে প্রায় ৩ লাখ ১৯ হাজার আমেরিকান সেখানে স্থানান্তরিত হয়েছে। এটি প্রায় ২ শতাংশ জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ। 
জনসংখ্যা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া অন্যান্য লাল রাজ্যগুলোর মধ্যে রয়েছে টেক্সাস, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি, জর্জিয়া, অ্যারিজোনা এবং আইডাহো।
এর অন্য প্রান্তে আছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক এবং ইলিনয়, যেখানে দেশের সর্বোচ্চ করের বোঝা রয়েছে। এগুলোতে ২০২২ সালে সবচেয়ে বেশি জনসংখ্যা হ্রাস পেয়েছে। ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় জনসংখ্যা কমেছে ৩ লাখ ৪৩ হাজারের বেশি। অন্যদিকে নিউইয়র্কের জনসংখ্যা সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ০.৯ শতাংশ হ্রাস পেয়েছে।
ট্যাক্স ফাউন্ডেশনের নীতি বিশ্লেষক জ্যানেল ফ্রিটস বলেন, ‘এই জনসংখ্যার পরিবর্তন একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছে। মানুষ কম ট্যাক্স, কম খরচের বিকল্পের জন্য উচ্চ-কর, উচ্চ-খরচ রাজ্যগুলো ছেড়ে যাচ্ছে।’

কমেন্ট বক্স