স্বাধীনতা দিবস এলে বসেই নড়েচড়ে,
বক্তৃতাতে ফাটায় গলা কাঁপায় কথার ঝড়ে!
সারা বছর রয় না মনে শ্রদ্ধা কারও প্রতি,
দেখায় যত মিথ্যে মায়া দিনটি এলে অতি।
লুটের ধনে করবে বাড়ি দোষ কিছু নাই তাতে,
গায়ের জোরে করবে দখল আপন সুখে মাতে!
পাকির প্রেমে নাকি কান্না দেখায় তলে তলে
উপরেতে মহান সাজে নামেই থাকে দলে!
আদর্শটা খায় না ধুয়ে মুখেই আছে বেঁচে,
আগা-তলা দুই খেতে চায় দেখায় প্রীতি যেচে!
ভেতরে তার অন্য হিসাব বেচতে পারে দেশও
স্বার্থ ছাড়া ভালোবাসার রয় না মনে লেশও!
লোক দেখানো বক্তৃতাতে দায়টি সারে নামে,
মূল্যবোধের মূল্য কাটে পেলেই সুযোগ থামে!
স্বার্থ ছাড়া অন্ধ ওরা গন্ধ খোঁজে কাজে,
রাজাকারে দোস্ত ভাবে তেল দিয়ে কৈ ভাজে।