Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ওসামা বিন লাদেনের ছেলে ওমরকে ফ্রান্স ছাড়ার নির্দেশ

ওসামা বিন লাদেনের ছেলে ওমরকে ফ্রান্স ছাড়ার নির্দেশ ছবি : সংগৃহীত
আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স ছাড়া নির্দেশ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক মন্তব্যের জেরে তাকে এ নির্দেশ দিয়েছে ফরাসি সরকার। ৮ অক্টোবর (মঙ্গলবার) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এএফপির প্রতিবেদন মতে, ৪৩ বছর বয়সি ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে। তার শৈশবকাল সেখানেই কেটেছে। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। ১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন।

ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো হ্রেতাইয়্যো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডি অঞ্চলের ওরনি ডিপার্টমেন্টে থাকতেন। 
 
গত বছর সন্ত্রাসবাদের পক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে তাকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করেছেন ওরনির প্রশাসনিক প্রধান।
 
স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো হ্রেতাইয়্যো আরও জানান, আদেশে বলা হয়েছে, ওমর যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন। সেই আদেশে তিনি সই করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কি না, তা এখনও পরিষ্কার নয়।
 
ওমর বিন লাদেন তার চেয়ে অন্তত ২০ বছরের বড় ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনিকে বিয়ে করেন। ২০০৭ সালে বিষয়টি সামনে এলে তাকে নিয়ে গণমাধ্যমে আগ্রহ তৈরি হয়। 
 
বিয়ের পর জেন তর নাম পাল্টে মুসলিম নাম জেইনা মোহাম্মেদ নেন। বিয়ের সুবাদে ওমর যুক্তরাজ্যে বসবাস করতে চাইলেও দেশটি তার আবেদন বাতিল করে দেয়।
 
নাইন ইলেভেনের হামলার পরিপ্রেক্ষিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’র নামে আফগানিস্তানে সামারিক আগ্রাসন চালায় এবং সেই সময়ের দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। 
 
এরই ধারাবাহিকতায় ২০১১ সালে পাকিস্তানে আত্মগোপনে থাকা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে বলে দাবি করে মার্কিন বাহিনী।  

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স