Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

চোখ ভালো রাখবেন যেভাবে

চোখ ভালো রাখবেন যেভাবে


ডিজিটাল যুগে কাজ, পড়াশোনা, বিনোদন— সবকিছুই এখন ডিজিটাল প্রযুক্তি নির্ভর। অতিরিক্ত মোবাইল ফোন বা ল্যাপটপে কাজ করলে চোখের উপর চাপ পড়া স্বাভাবিক। সে বিষয়ে চিকিৎসকরা বার বার সতর্ক করলেও অনেক ক্ষেত্রেই মানুষ অপারগ। চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, জ্বালা করা কিংবা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ডিজিটাল আই স্ট্রেন’ বলা হয়।

চক্ষু বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের সমস্যা শুধু মোবাইল বা ল্যাপটপে চোখ রাখলেই হয় না। দীর্ঘ সময় একভাবে পড়াশোনা কিংবা সেলাইয়ের কাজ করলেও এমন সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। এমনটা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। পাশাপাশি, কয়েকটি নিয়ম মেনে চললে চোখের উপর এসে পড়া বাড়তি চাপ লাঘব হবে।

চোখ ভাল রাখতে ২০-২০-২০ নিয়ম মেনে চলতে হবে
মাথায় রাখতে হবে একটানা বই বা ডিজিটাল পর্দায় চোখ রাখা যাবে না। পড়া বা কাজের ফাঁকে ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরত্বে থাকা কোনও একটি বস্তু ২০ সেকেন্ড ধরে দেখতে হবে।

চোখের আর্দ্রতা বজায় রাখতে হবে
ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, চোখও তেমন ভাবে শুষ্ক হয়ে যেতে পারে। চোখ থেকে জল পড়ে লাল হয়ে যেতে পারে। সারা ক্ষণ চোখে অস্বস্তি হতে পারে। চিকিৎসকের পরামর্শ মতো চোখে ‘লুব্রিকেটিং আই ড্রপ’ দিতে থাকলে এই ধরনের সমস্যা অনেকটা রুখে দেওয়া যায়।

বার বার চোখের পলক ফেলা
ঘন ঘন চোখের পলক ফেলার অভ্যাসেও চোখ আর্দ্র থাকে। চোখে কোনো রকম অস্বস্তি হলে বেশির ভাগ মানুষ প্রথমেই চোখ বেশি ঘষাঘষি করেন। তাতে উল্টে চোখের ক্ষতি হয়। তার চেয়ে বরং বার বার চোখের পলক ফেলা যেতে পারে।

গরম পানির সেঁক
চোখে শুকনো কাপড় বা হিটপ্যাডের সেঁক নেওয়ার চেয়ে গরম পানির সেঁক নেওয়া ভালো। কুসুম গরম পানিতে পরিষ্কার, সুতির কাপড় ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। তারপর ওই কাপড়টি চোখের উপর চেপে ১০ মিনিট ধরে রাখুন। এইভাবে দিনে অন্ততপক্ষে দুইবার চোখে গরম সেঁক নিতে হবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স