Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

দেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ছবি : সংগৃহীত
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ১৫৭ জনের মৃত্যু হলো। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৯ ডেঙ্গু রোগী। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৫৮ জনে। ২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্য নিয়ে এ সংবাদ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া খুলনা বিভাগে দুইজনের এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ১১২ জন রোগী সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭ হাজার ৯৬৩ রোগী।


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স