Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টির অভিজ্ঞতায় ভারতের বর্তমান দলের থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা এবার গোয়ালিয়রে দেখানোর পালা নাজমুল হোসেন শান্তদের। সেই লক্ষ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

কানপুর টেস্ট শুরুর আগের দিন টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান।

তাকে ছাড়া এবার নতুন শুরু করবে বাংলাদেশ। নতুন শুরুর প্রথম ম্যাচে অবধারিতভাবেই বাংলাদেশি অলরাউন্ডারের জায়গা নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ১৫ মাস পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন মিরাজ। সবশেষ ২০২৩ সারে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন তিনি।

স্পিনে তার সঙ্গে আজ সঙ্গ দিবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
ভারতের হয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মায়াঙ্কা যাদব ও নিতিশ কুমার রেড্ডির। আইপিএলে ১৫৬.৭ কি.মি. গতির ঝড় তুলে নজর কেড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টাসের পেসার মায়াঙ্ক। রেড্ডিও আইপিএল দিয়েই নজর কেড়েছেন।

বাংলাদেশ একাদশ :পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ভারতের একাদশ : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স